Saturday, July 26
Shadow

বিজিবির অভিযান: যশোরে ৭ মাসে ৪৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৪৯

জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোর সীমান্তে সাত মাসে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৪৯ জন চোরাকারবারীকে করে পুলিশে সোপর্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এসব অভিযানে বিজিবি সদস্যরা ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪ লিটার দেশি মদ, ৫০০ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ইয়াবা, ১৭ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে।

এছাড়া ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, কম্বল, কসমেটিক্স, ওষুধ ও অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “৪৯ বিজিবি সদস্যরা ভারতের সঙ্গে ৭০.২৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *