Sunday, July 27
Shadow

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

মাসুদুর রহমান , দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মার্তা শাহিন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরউর ইসলামের সঞ্চালনায় লটারিতে  বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেয়র  মুরাদ আহমেদ, জেলা বিএনপির  সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন ডিলারের মধ্যে ৩৪ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। ৩৪ জনের মধ্যে ৪জন লটারির মাধ্যমে ও অন্য ৩০ জন একক প্রার্থী হিসেবে নিয়োগ পেয়েছেন। কাগজপত্র জটিলতায় বাকি ৪ জন ডিলার নিয়োগ হয়নি। আগামী ২/৩ দিনের মধ্যে নিয়োগ চূড়ান্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *