বাংলাদেশের রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বি*ধ্ব*স্ত হয়ে অন্তত ১৯ জনের প্রা*ণ গেছে; আ*হ*ত ও দ*গ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বি*ধ্ব*স্ত হয়।