Tuesday, July 22
Shadow

চীনে এয়ারবাস ‘এ৩২১’ বিমানের ফিউজেলেজ উৎপাদন শুরু

প্রথমবারের মতো ‘এ৩২১’ বিমানের ফিউজেলেজ তৈরি ও সংযোজন প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। এয়ারবাস এবং চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে এটি তৈরি করছে।

বিমানের ফিউজেলেজ তৈরি ও সংযোজন প্রকল্প বলতে বোঝায়, বিমানের মূল কাঠামো বা “ফিউজেলেজ” (যে অংশটিতে যাত্রী, কার্গো, ককপিট ইত্যাদি থাকে) একত্রিত করা এবং তার ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম বা যন্ত্রাংশ স্থাপন করা। এটি বিমান তৈরির একটি জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

এই “ফিউজেলেজ তৈরি ও সংযোজন প্রকল্প” একটি বড় বিমানের চূড়ান্ত সমাবেশের আগে সম্পন্ন হয়। এর ফলে, বিমানের বিভিন্ন জটিল অংশ ও সিস্টেমগুলো আগে থেকেই একত্রিত ও পরীক্ষিত থাকে, যা চূড়ান্ত সমাবেশের প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করে তোলে।

এর মাধ্যমে এয়ারবাসের সর্বাধিক বিক্রিত ন্যারো-বডি বিমান এ৩২১ এখন চীনে তৈরি হবে। এ৩২১ মডেলের এয়ারবাসের বিমানটি চীনের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সরু আকারের বিমান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *