Tuesday, July 22
Shadow

মহাকাশ স্টেশনের জন্য নতুন প্রজন্মের স্পেসস্যুট পাঠালো চীন

মহাকাশ স্টেশন থিয়ানকং-এর জন্য দুটি নতুন প্রজন্মের এক্সট্রাভেহিকুলার স্যুট পাঠিয়েছে চীন। সম্প্রতি উৎক্ষেপিত থিয়ানচৌ-৯ কার্গো ক্রাফটের মাধ্যমে এই অত্যাধুনিক স্যুটগুলো মহাকাশে পাঠানো হয়েছে।

নতুন এই স্পেসস্যুটগুলোর কার্যকারিতা এবং স্থায়িত্ব আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে। পূর্ববর্তী স্যুটগুলো যেখানে ৩ বছর বা ১৫ বার ব্যবহার করা যেত, সেখানে নতুন স্যুটগুলোর আয়ুষ্কাল ৪ বছর বা ২০ বার ব্যবহারে উন্নীত করা হয়েছে।

এই উন্নত স্পেসস্যুটগুলো মহাকাশচারীদের জন্য মহাকাশে হাঁটা এবং মহাকাশ স্টেশনের বাইরের রক্ষণাবেক্ষণের কাজে আরও বেশি নিরাপত্তা ও দক্ষতা দেবে।

বর্ধিত আয়ুষ্কাল চীনের মহাকাশ স্টেশন পরিচালনার ব্যয় কমাবে এবং মহাকাশচারীদের জন্য দীর্ঘমেয়াদী মিশনে আরও সুবিধা প্রদান করবে।

এই পদক্ষেপ চীনের মহাকাশ গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে এবং মানব মহাকাশ মিশনে দীর্ঘস্থায়ী উপস্থিতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *