
হানিফ সরকার শান্ত
আমার নাই বাড়ি,
আমার নাই ঘর।
আমি রাস্তার ছেলে,
রাস্তায় আমার বাড়ি—
রাস্তায় আমার ঘর।
মাটি আমার মা,
আকাশ আমার বাবা।
আকাশ-মাটি দেয় আমায়
বাবা-মায়ের আদর স্নেহ-স্নেহ ভাষা।
জোছনার আলো দেয় মায়ার চাদর,
গাছ-গাছালিও করে নিঃস্বার্থ আদর।
ফলমূল দিয়ে করে আপ্যায়ন,
ভরে তোলে ক্ষুধার কষ্টের বেদন।
কুকুর-বিড়াল আমার ভাই,
ওদের সঙ্গেই ঘুমাই—
রাস্তার কোণে, খোলা আকাশের ছায়ায়।
পাখপাখালি শোনায় আমায়
কিচিরমিচির মিষ্টি গান—
সেই সুরে জুড়ায় আমার প্রাণ।
সকাল হতে রাত—রাস্তায় ঘুরি,
বছর-মাস পেরোই, সময় চলে,
রোজ রোজ পাড়ি দেই
এই জীবনের একলা গরল পথচলে।