Sunday, July 20
Shadow

জামায়াতের জাতীয় সমাবেশে জনস্রোত: সাত দফা দাবি উত্থাপন

জেমস আব্দুর রহিম রানা : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাবেশের সূচনা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর এবং সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে। এছাড়া নহদনগর ও বিভাগীয় পর্যায়ের শিল্পীরাও এতে অংশ নেন।

সাত দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে আয়োজিত এ সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের বাইরেও হাজারো নেতাকর্মী অবস্থান করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে আসা জামায়াত কর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। অনেকেই দলীয় লোগো সংবলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে অংশগ্রহণ করেন। নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আগত সোহেল হাসান বলেন, “শুধু আমাদের উপজেলা থেকেই ৪০টি বাসে প্রায় ৩০ হাজার মানুষ এসেছে।” সিরাজগঞ্জ থেকে আসা এরশাদ আলী জানান, “বাস ও ট্রেনে করে আমাদের জেলা থেকেও ৩০-৪০ হাজার কর্মী এসেছেন। অনেকেই আগের রাত থেকেই উদ্যানে অবস্থান করছেন।”

সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। হাইকোর্ট, মৎস্য ভবন, শাহবাগসহ আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবকদের দেখা গেছে। তারা একই রকম পোশাকে অংশগ্রহণকারীদের সহযোগিতা করছেন—কোন জেলার মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন, তাও নির্দেশনা দিচ্ছেন।

দলটির উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করলো জামায়াতে ইসলামী।

বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সমাবেশ মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার ঢলে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। বর্তমানে মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *