Monday, July 21
Shadow

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাংচুর করে বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করলো-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৯ জুলাই এক বিবৃতিতে বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর এখনো পুর্ণ হয় নাই। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারো আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে; এটা দুঃখজনক। আজকে কক্সবাজারের চকরিয়াতে যে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চ ভাংচুর করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই। কিন্তু দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজীর সাথে বিএনপির সম্পৃক্ততা বারংবার উঠে আসা সত্যেও বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না। তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবের মতোই সমালোচনার উর্ধে জ্ঞান করছে; যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে ইঙ্গিত করে।

আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেড বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিলো, আর বিএনপি সালাহউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারীর নেতাকেও সেক্রেড বানিয়ে এনসিপির ওপরে হামলা করেছে। এটা আমাদের আরো নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজারে এনসিপির নেতৃবৃন্দ কারো নাম ধরে সমালোচনা করে নাই। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছে। এই সাধারণ সমালোচনা জনাব সালাহউদ্দিন আহমেদের অনুসারীদের গায়ে লাগলো কেন? তবে কি জনাব সালাহউদ্দিন আহমেদ এসবের সাথে জড়িত?

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বিএনপির প্রতি আহবান রেখে বলেন, অসহিষ্ণু হবেন না, আক্রামনত্মক হবেন না। জুলাইয়ের পরে মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। তাই কর্মীদের সংযত করুন। ইতিবাচক রাজনীতি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *