আসাদুজ্জামান খান মুকুল
এরা মানুষের সন্তান নয়–
কোনো মায়ের কোলের আর্শীবাদ হয়ে এরা জন্মায়নি,
এরা অন্ধগলির লালসা আর দম্ভের ঘিনঘিনে বিষে গড়া,
এদের রক্তে মিশে আছে নোংরা লোভের শিরা।
ওদের চোখে খুঁজি আলো– পাই না,
পাই না করুণা, পাই না কোনো মানবিক দৃষ্টি।
দেখি কেবল, শিকার খুঁজে বেড়ানো হিংস্র হায়েনার ক্ষুধা!
এই হায়েনারাই আজ বাংলার মাটিতে সোহাগদের রক্ত ঝরায়,
যেন নরপশুরা মানুষের প্রাণ নিয়ে রঙের খেলায় মাতে।
কত সহজে টাকার লোভে ওরা পাথর ছুড়ে, বুক বিদীর্ণ করে,
কত সহজে নিজের সুনাম গলিয়ে দেয় নোংরা রাস্তার ড্রেনে।
আর আমরা তাকিয়ে থাকি ভীরু চোখে, স্তব্ধ ঠোঁটে।
কিন্তু না, আর নয়, আর নয় এই নীরবতা —
নীরবতার প্রাচীর চূর্ণ করে,গর্জে উঠুক প্রতিবাদের বজ্রধ্বনি–
“এরা কারো সন্তান নয়, এরা কার্তিকের কুকুরের বীর্যে জন্ম নেওয়া অভিশাপ!”
” এদের জন্য নয় কোন আদালত, ন্যায়ের মঞ্চে দাঁড়িয়ে সাজুক ফাঁসির মঞ্চ!”
এরা সমাজের বিভীষিকা !এদের হাত ভেঙে দাও, যারা মৃত লাশে পাথর ছুঁড়ে উল্লাসে মাতে।
এদের বুক চিরে দাও,
যাদের নিঃশ্বাসে ঘোরে চাঁদাবাজির নেশা।
আমি চাই, প্রতিটি শহরের প্রতিটি দেয়াল, কংক্রিটে লিখে দিক লাল অক্ষরে–
” এখানে খুনের রাজত্ব চলবে না, এখানে আছে ন্যায়ের সিংহাসন।”
যেন আগামী ভোরের সূর্য ওঠে শুধু মানুষের হাসিতে,
আর কোনো মায়ের হাহাকারে নয়।
গ্রাম- সাভার
পোস্ট – হেমগঞ্জ বাজার
উপজেলা – নান্দাইল
জেলা – ময়মনসিংহ