
হানিফ সরকার শান্ত
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
চলে গেল যৌবনের জোয়ার
পৌঁছে গেছি বার্ধক্যের দুয়ার।
যে দেহ ছিল দীপ্ত জ্যোতিতে,
আজ কাঁপে ক্লান্তির ক্ষীণ রীতিতে।
যে চোখে ছিল স্বপ্নের আলো,
আজ সেখানে কেবলই ছায়া কালো।
হাসির যে ঢেউ উঠতো বুকে,
তা হারিয়ে গেছে নীরব সুখে।
চুলে রুপালি কুয়াশা নামিছে,
হৃদয় কাঁদে, মনে স্মৃতি ভরিছে।
তবু এ বয়স নয় শুধুই ক্ষয়,
এ তো জীবনের পরিণত অভয়।
বুঝেছি শেষে, জীবন এক নদী,
যায় সে এগিয়ে—দিন-রাত্রি ঘাড়ে বেদনার ছদ্মখোদাই।
যৌবন গেছে, তবু হৃদয় জেগে,
আছে ভালোবাসা, এখনো বেঁচে।