Sunday, July 20
Shadow

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু 

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, মারামারি দেখে খুকু মনি (৭৫) নামে রোগী স্ট্রোক করে মৃত্যু ঘটনা ঘটেছে। মৃত্যু ব্যক্তির ছেলে হাফিজুর আহত। মৃত্যু খুকু মনির বাড়ি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনাটি ঘটেছে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার আমতলার মোখছেদ আলী নামে এক রুগী ভর্তি হলে বেড় না পেয়ে বারান্দায় বেড নিয়ে থাকে। অপরদিকে, বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজী ভবানীপুর খুকুমণি (৭৫) নামে পেটব্যথা ও গ্যাসের সমস্যা নিয়ে আরেক রোগী ভর্তি হলে বেড না পেয়ে ওই রোগীর সংলগ্ন সিঁড়িতে বেড নেয়। বারান্দায় বিদ্যুৎ এর প্লাগের লাইন নেয়া কে কেন্দ্র করে দুই রোগীর স্বজনদের মধ্যে তর্কবিতর্ক এক পর্যায়ে মারামারি বাঁধলে তার ছেলে কে মারছে মা খুকুমণি (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়ে। ধারনা করা হচ্ছে মারামারির দৃশ্য দেখে ভয়ে স্ট্রোকে রোগীর মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত ডা: সঞ্জয় কুমার মন্ডল জানান। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *