
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচড় এলাকা থেকে অবৈধভাবে বালুউত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে তিন ব্যক্তিকে ৩০দিন ও দুইজনকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
সাজাপ্রাপ্তদের মধ্যে- মো. টুটুল হাওলাদার (৪৮), শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০) ও মো. শাহিনুর রহমান শাহিনকে (৩৩) ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো: ইয়াসিন (২৫), ও মো: বাবুলকে (৪৫) ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন ও পরিবহন করার সময় ৩ জনকে ৩০দিন ও ২ জনকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।