Sunday, July 20
Shadow

গোপালগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল। 

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটি।

১৬ জুলাই (বুধবার) বিকেল ৫.৩০ ঘটিকার সময় মালিবাগস্থ এনসিপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে দলের নেতা কর্মীরা।

পরে একটি বিক্ষোভ মিছিলসহ পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পুরাতন বাস স্ট্যান্ড বটতলা মোড়ে ১৫ মিনিট ব্লকেট কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বকশীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়ক তৌহিদুজ্জামান তৌহিদ, রাশেদুজ্জামান পলাশ, পৌর শাখার প্রধান সমন্বয়ক আল মামুন মিয়া, যুগ্ম সমন্বয়ক এডি মোস্তাক আহম্মেদসহ সকল ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ।

উল্লেখ্য ১লা জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শহরের পৌরপার্কে পূর্ব ঘোষিত সমাবেশ ছিল। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা কর্মীদের ঘিরে হামলা চালান। তাঁরা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ইতিমধ্যেই জেলায় ১৪৪ ধারা জারি করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি যারা হামলা করেছে তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *