Sunday, July 20
Shadow

বকশীগঞ্জে অবৈধ রিং জাল ধ্বংস করল প্রশাসন

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ৪০ টি চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসন। 

১৫ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার  মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নে দশানী নদীতে মাছ ও রেনুপোনা নিধন বন্ধে থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করে এবং পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা -উল -হুসনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।

সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল -হুসনা  জানান, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ চায়না রিং জাল এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *