Saturday, July 19
Shadow

জামায়াতের ” জাতীয় সমাবেশে ” যোগ দিতে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনীতে লিফলেট বিতরণ 

সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯শে জুলাই শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ” জাতীয় সমাবেশ ” এ অংশগ্রহণের জন্য সাধারণ জনতার কাছে লিফলেট বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার জামায়াতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের একলাশপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান,

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। 

এই সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী, শিক্ষক ও সাধারণ জনগণের মাঝে লিফট বিতরণ করেন এবং আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান।

এসময় ৭নং একলাশপুর ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এছাড়াও একই সময়ে চৌমুহনী বাজারে লিফলেট  বিতরণ করেন জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক ও জামায়াত মনোনীত চৌমুহনী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাসিমুল গনি চৌধুরী মহল। 

এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর জামায়াতের আমীর জসীম উদ্দীন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারী নুরু উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। 

লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ মানুষকে ৭দফা বুঝিয়ে দিয়ে সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। 

জাতীয় সমাবেশের ৭দফা হলো :

১.সব গণহত্যার বিচার, ২.প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩.জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪.জুলাই অভ্যর্থনে শহীদ ও আহত পরিবারদের পূর্ণবাসন, ৫.পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, ৬.প্রবাসীদের দেওয়ার ব্যবস্থা ও ৭.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এই সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *