Monday, July 21
Shadow

মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে চীন-অস্ট্রেলিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর

মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চীন ও অস্ট্রেলিয়া।মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের সচিব চান অ্যাডামস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।  

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৫ সালে চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে এটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এবং উভয় দেশকে প্রকৃত সুবিধা দিয়েছে। ২০২৫ সালে চুক্তির দশম বার্ষিকী উপলক্ষে উভয় দেশ বাস্তবায়ন বজায় রাখার পাশাপাশি চুক্তির যৌথ পর্যালোচনা করবে, যাতে ভবিষ্যতে আরও উন্নয়ন বা সম্প্রসারণের সুযোগগুলো চিহ্নিত করা যায়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *