Sunday, July 20
Shadow

বেইজিংয়ে চীন ও ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ওয়াং ই বলেন, গত বছরে প্রেসিডেন্ট সি ও প্রধানমন্ত্রী মোদি কাজানে বৈঠকে যে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান তা চীন-ভারত সম্পর্কের উন্নয়নের দিকনির্দেশনা দেয়। চীন, ভারতের সঙ্গে দুই নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, উদীয়মান উন্নয়নশীল বড় দেশের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করতে, তাল মিলিয়ে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মতভেদ সঠিকভাবে মোকাবিলা করতে, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বয় জোরদার করতে এবং চীন-ভারত সম্পর্ক টেকসই, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

চীন, ভারতের সঙ্গে যোগাযোগ জোরদার করতে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা, বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং উন্মুক্ত আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করতে চায়। সমান ও সুশৃঙ্খল বহুমেরুকরণ ও সহনশীল অর্থনীতির বিশ্বায়ন এগিয়ে নিয়ে যেতে, গ্লোবাল সাউথের অভিন্ন স্বার্থ রক্ষা করতে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে চীন ইচ্ছুক বলেও জানান ওয়াং ই।

জয়শঙ্কর বলেন, ভারত ও চীন প্রতিযোগী নয় বরং উন্নয়নের অংশীদার। ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে চীনের সঙ্গে সম্পর্ক দেখে এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে অভিন্ন স্বার্থের উপর গুরুত্ব দেয়, পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করে, সাংস্কৃতিক বিনিময় জোরদার করে এবং একসাথে সীমান্তে শান্তি রক্ষা করে। দু’পক্ষের উচিত্ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক দিককে কাজে লাগানো এবং মতভেদকে সংঘর্ষে গড়াতে না দেয়া। গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, জনবহুল দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তা হিসেবে ভারত ও চীনের সম্পর্ক অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *