Monday, July 21
Shadow

পাইকগাছায় পৌর প্রশাসক মাহেরা’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন 

পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : ২০২৪-২৫ অর্থ বছরে পাইকগাছা পৌরসভার বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডের বাস্তবায়নাধীন প্রকল্প সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি শনিবার দিনব্যাপী পৌরসভার ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৬নং, ৭নং ও ৮নং ওয়ার্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের রাস্তা, ড্রেন, স্ল্যাব নির্মিত কাজ গুলো তদারকি করেন। এসময় ৭নং ওয়ার্ড সদস্য ও থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌর নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহম্মদ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কার্য সহকারী বিদ্যুৎ রায়, ঠিকাদার এমএম সামাদ প্রমুখ। পৌর সেবা মান বৃদ্ধিতে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণ, ঢালাই সহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কাজ গুলো বাস্তবায়ন হলে অনেক সমস্যা থাকবে না জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *