Monday, July 14
Shadow

সাবেক বিএনপি নেতার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে  অপপ্রচারের অভিযোগ 

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে ১১ জুলাই শুক্রবার কে বা কাহারা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির চেয়ারপার্সন সহ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন সাবেক বিএনপি নেতা মোস্তফা মোড়ল। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাবেক এ নেতা।  এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৫০৪ তারিখ ১১-০৭-২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *