Monday, July 14
Shadow

জামায়াতে ইসলামী নির্বাচন করতে প্রস্তুত কিন্তু সাজানো নির্বাচন করতে প্রস্তুত নয়: বকশীগঞ্জে জামাত নেতা এডভোকেট নাজমুল হক সাঈদী

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে বকশীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়নের সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নাজমুল হক সাঈদী। তিনি তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলেছেন জলাই অভ্যুত্থান একটি আবেগ এর রাজনৈতিক কোন ভিত্তি নেই। এডভোকেট নাজমুল হক সাঈদী উল্লেখ করেন হা আমরাও বলি এটি একটি আবেগ আর এই আবেগের কারণেই জুলাই অভ্যুত্থান হয়েছিল।আবেগ ছিল বলেই আবু সাঈদের মত ছাত্র বন্দুকের নলের সামনে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে ছিল, আবেগ ছিল বলেই হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। যে আবেগের কারণে দেশের মানুষ আজ মুক্ত, দেশের মানুষ প্রাণ খুলে কথা বলছে সেই আবেগকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি অন্তরে লালন করি। তিনি অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই ঘোষণাপত্রের আহ্বান জানান। তিনি আরো বলেন বিগত নির্বাচনগুলোতে কালো টাকার মালিক ব্যক্তিদের প্রাধান্য ছিল এই সিস্টেম থেকে নির্বাচন কমিশনার কে বের হয়ে আসতে হবে। লেবেল প্লেইং মাঠ তৈরি করতে হবে। বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলকে নির্বাচনের অংশগ্রহণের সমান সুযোগ করে দিতে হবে। নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করতে হবে যাতে দেশের একজন গরীব ব্যক্তিও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমন নির্বাচন ব্যবস্থা যদি হয় তাহলে আমরা সমর্থন করি। তিনি দেশের বাহিরে থাকা রেমিটেন্স যোদ্ধাদেরও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন যারা দেশের জন্য পরিশ্রম করে অর্থ যোগান দিচ্ছে সরকার গঠনে তাদের কোন ভূমিকা থাকবে না এটা হতে পারে না। তিনি আরও বলেন জাতীয় নির্বাচন যেহেতু জাতির ভাগ্যের ফয়সালা হয় সেহেতু জাতীয় নির্বাচন দেওয়ার আগে নির্বাচন কমিশনারকে জনগণের আস্থা অর্জনের জন্য স্থানীয় সরকার নির্বাচন করে এই কমিশনকে প্রমাণ দিতে হবে যে তাদের অধীনে সুস্থ সুন্দর একটা নির্বাচন করা সম্ভব।  সর্বোপরি মৌলিক সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের হতে পারে না, যদি মৌলিক সংস্থার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হয় সেটা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই হবে না বলে তিনি জানান।

তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী জনসাধারণের আস্থা তৈরী হয় এমন উদ্যোগ গ্রহণের আহবানও জানান। 

এডভোকেট নাজমুল হক সাইদী তার বক্তব্যে আরও বলেন শুধু জুলাই আগস্টে নয় বিগত ১৫ বছরে বাংলাদেশে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যে গুম খুন হয়েছে সেগুলোর বিচার করতে হবে। বিশেষ করে জুলাই আগস্টে অবর্ণনীয় হত্যাকাণ্ড ও মানবতার বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের সঠিক সুষ্ঠু বিচার করতে হবে। 

এ সময় তিনি সাংবাদিকদের নিকট বকশীগঞ্জের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় বিষয়ে আলোচনাও করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল আজিজ, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মুকিত ও সহ-সভাপতি আলহাজ রাসেল মাহমুদ এবং উপজেলা শিবির সভাপতি রাশেদ আহমেদ ও বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম শাহীন আল আমীন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত প্রবীন সদস্য দৈনিক যুগান্তরের সাংবাদিক সারোয়ার জামান রতন, সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, যুগ্ম সম্পাদক দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক  মোয়াজ্জম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, সদস্য আমিনুল ইসলাম, সাব্বির হাসান বাঁধন মোল্লা, লাভলু সরকার ও আবু তাহের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *