Thursday, July 17
Shadow

যেকোনো বৈদেশিক চাপে টিকে থাকবে চীনা অর্থনীতি: লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চীনের অর্থনীতি যেকোনো বৈদেশিক চাপ সামাল দেওয়ার সক্ষমতা রাখে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।

মঙ্গলবার ব্রাজিল সফরের সময় স্থানীয় চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাংক অব চায়না, গ্রেট ওয়াল মোটর, স্টেট গ্রিড, গোল্ডউইন্ড, কফকো, গ্রি ইলেকট্রিক, দাহুয়া টেকনোলজি ও জেডটিটি গ্রুপের কর্মকর্তারা।

লি জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো বৈশ্বিক পর্যায়ে ব্যাপকভাবে বিস্তার করেছে, আন্তর্জাতিক বাজারে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এতে করে অভ্যন্তরীণ অর্থনীতিও চাঙ্গা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বিদেশে পরিচালিত চীনা কোম্পানিগুলোর জন্য সরকার আরও শক্তিশালী সহায়তা দেবে। সহযোগিতা জোরদার করতে বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে এবং পরামর্শ, অর্থায়ন, ক্রেডিট ইন্স্যুরেন্স ও নিরাপত্তা—এইসব ক্ষেত্রে নীতিগত সহায়তা বাড়ানো হবে।

চীনা কোম্পানিগুলোকে লি আহ্বান জানান—‘মেইড ইন চায়না’ ও ‘ক্রিয়েটেড ইন চায়না’-কে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে, শক্তিশালী ব্র্যান্ড গড়তে, এবং স্থানীয় বাজারে গভীরভাবে শিকড় গেড়ে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা দিতে হবে।

ব্রাজিলকে একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে চীনা কোম্পানিগুলোকে লাতিন আমেরিকার বিস্তৃত বাজারে প্রবেশের আহ্বান জানান প্রধানমন্ত্রী লি।

প্রতিনিধিরা বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন খাতে—যেমন অর্থনীতি, কৃষি, জ্বালানি ও প্রযুক্তি—তাদের অবস্থান আরও মজবুত করতে বদ্ধপরিকর।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *