Tuesday, July 15
Shadow

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

রোকুনুজ্জামান গোলাম রাব্বী, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ খলিলুর রহমানকে সভাপতি, মোহাম্মদ মামুন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার ( ৭ জুলাই) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন প্রাপ্ত ক্ষমতাবলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী নির্বাহী কমিটি ঘোষণা করে।

এই কমিটিতে উপদেষ্টা করা হয় বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদা খানম, শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া খাতুন,ড. মোঃ আনিসুর রহমান এবং ছাত্র উপদেষ্টা কাজী রওনাকুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার, এ.বি.এম পারভেজ রেজা, মোঃ মেসবাউল আলম, আবু নাসের কচি, হাসানুজ্জামান কবির, মুহাঃ নিজামুল হক নাঈম।

এতে সহ-সভাপতি করা হয় মোঃ আলী হাওলাদার, সৈয়দ অহিদুজ্জামান নিক্সন, মুসা আহমেদ মাসুদ, মনিরুজ্জামান মনির, আবু ইউসুফ, বোরহান উদ্দিন, কাজী শহীদ, মনিরুজ্জামান, ফরিদ শেখ, হেমায়েত উদ্দিন, জুলকার নাঈন, নেছার আহমেদ, ওয়াহিদ শেখ, মোঃ আমিরুল ইসলাম সানী, শাহ জামাল, খালেদ মাহমুদ, আবু হেনা রনি, ইকবাল হুসাইন, নাজমুল হুদা, মো: জুলিয়াস সিজার, মো: শোয়েবকে।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসান, আসাদুজ্জামান, শাহ আলম, ড. শাফায়েত হোসেন, মোঃ মোস্তফা জামান ও রাজ রাশেদ। কোষাধ্যক্ষ ছিলেন মোঃ সাইফুর রহমান (ফাহাদ)।

এতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন, মো: রিয়াজ, তাহমিনা সাত্তার এবং সাইফুর রহমান আহসানী। প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক ছিলেন এস.এম যুবাঈর হোসেন (সামী) এবং সহ-প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক ছিলেন আরিফ খান।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আশিকুর রহমান সাদ এবং সহ-দপ্তর সম্পাদক ছিলেন সালাহউদ্দিন সালেহ। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন নূরুন্নবী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মেহরাজ তাবাসুম (শৈলী) এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন আয়েশা মোমেনীন। ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন মাহফুজুল হক এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন সাদ্দাম হোসেন।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কাজী কুতুব উদ্দিন, সজিবুর রহমান, এম.এ খায়েব মুন্সি।

অর্থ কমিটি রয়েছেন  শিক্ষক প্রতিনিধি হিসেবে ড.মো:আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোঃ সাইফুর রহমান।

নবনির্বাচিত সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামনের এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *