Tuesday, July 15
Shadow

শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ জুলাই মঙ্গলবার উপজেলার রানীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মুহাঃ আল বেরুনি।

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামীম কবিরের সভাপতিত্বে ও রানীশিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু সাঈদ দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হাসান আঙ্গুর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ, শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসাইন। এছাড়াও রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু রায়হান মুহাঃ আল বেরুনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। আজকের সমাবেশ হচ্ছে জনতার দরবারে বিএনপির কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *