Monday, July 14
Shadow

তাইওয়ানে টাইফুন ‘তানাস’-এর আঘাত: ২ জন নিহত, শতাধিক আহত


চীনের তাইওয়ানে রোববার গভীর রাতে আঘাত হানা টাইফুন তানাসে ২জন নিহত এবং ৩৩৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটিতে আঘাতের পর কয়েক লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া এক ডজনের বেশি শহরে স্কুল-কলেজ ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত তানাস রাজধানী তাইপেই থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থান করছিল। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার।

তাইওয়ানে এই দুর্যোগের প্রভাব আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পুনরুদ্ধার কাজ শুরু করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *