Sunday, July 20
Shadow

চীনের তৈরি রোবট কুকুর দৌড়াল উসাইন বোল্টের গতিতে!

চীনের তৈরি চার পায়ের রোবট কুকুর ব্ল্যাক প্যান্থার ২.০ ঘণ্টায় প্রায় ৩৭ কিলোমিটার (১০.৩ মিটার/সেকেন্ড) গতিতে দৌড়ে নতুন মাইলফলক ছুঁয়েছে। যা বিশ্বসেরা মানব স্প্রিন্টার উসাইন বোল্টের গতি প্রায় ছুঁয়ে ফেলেছে।রোববার টেলিভিশনের এক অনুষ্ঠানে রোবটটিকে ট্রেডমিলে দৌড়াতে দেখা যায়।

আমেরিকান প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের ওয়াইল্ডক্যাট রোবটের রেকর্ডও ভেঙেছে।

মাত্র ৩৮ কেজি ওজনের এবং ০.৬৩ মিটার উচ্চতার রোবটটি ১০ সেকেন্ডের মধ্যেই ১০ মিটার/সেকেন্ড গতিতে পৌঁছায়। উসেইন বোল্ট ১০০ মিটার দৌড়ে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন, যার গতি ছিল ১০.৪৪ মিটার/সেকেন্ড।

রেকর্ডটি তৈরি হয় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত বিশ্ব রোবট প্রতিযোগিতার রোবোটিক ডগ মিশন শো-তে। একই মঞ্চে এক্সটি৭০নামের আরেক রোবট কুকুরউদ্ধার অভিযানে সক্ষমতা প্রদর্শন করে দর্শকদের চমকে দেয়।

প্রকল্পটির পেছনে রয়েছে চ্যচিয়াং ইউনিভার্সিটির হিউম্যানয়েডইনোভেশন ইনস্টিটিউটএবং হাংচৌ-ভিত্তিক স্টার্টআপ মিরর-মির যৌথ গবেষণা। সম্প্রতি ব্ল্যাক প্যান্থারের পায়ে কার্বন ফাইবার ‍যুক্ত করে এর শক্তি ও স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *