
জাতীয় পতাকার পাশে উল্টোভাবে টাঙানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পতাকা। এমন ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ভিসি ভবনের সামনে পতাকার এই ভুল টাঙানো দিনের শুরু থেকেই নজরে এলেও প্রশাসনের অবহেলায় তা দীর্ঘ সময় ধরে সংশোধন হয়নি, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে ক্যাম্পাসে।
৭ জুলাই (সোমবার) জবির ভিসি ভবনের সামনে উল্টোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা লাগিয়ে রাখার বিষয়টি অবহেলার সাথে নজর এড়িয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জাতীয় পতাকার পাশেই বিশ্ববিদ্যালয়ের পতাকার প্রতি এরূপ অবহেলায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। পতাকার মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরকম গাফিলতিতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন প্রশাসনের এরূপ কর্মকান্ড দ্বায়িত্বে অবহেলার একটি উদাহরণ মাত্র।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আলভী আবিব বলেন, “যে পতাকা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে সেই প্রতিষ্ঠানেরই ক্যাম্পাসে এবং ভিসি ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় উল্টোভাবে বিশ্ববিদ্যালয়ের পতাকার এরূপ অবমাননা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।”
এছাড়াও এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাদিয়া আফরিন কেয়া বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে জবির পতাকা উল্টোভাবে লাগানোর বিষয়টি সত্যিই আমাদেরকে ব্যথিত করছে। এ বিষয়ে আমরা প্রশাসনের আরো সজাগ দৃষ্টি কামনা করছি।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা দ্রুত বিষয়টি পর্যবেক্ষণ করে এর সাথে দ্বায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।”