Monday, July 7
Shadow

নালিতাবাড়ী দাওধারা সীমান্তবর্তী এলাকা থেকে ৮৪ বোতল ভারতীয় মদসহ ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আটক 

আনিছ আহমেদ, শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা দাওধারা থেকে বিজিবির অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৪ বোতল মদসহ একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি জব্দ করেছে বারমারি বিওপি।(০৪জুলাই )শুক্রবার বিকেল ৩ ঘটিকায় এই সব জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির বারমারী কোম্পানি কমান্ডার সুবেদার মুস্তাফিজুর রহমান জানান, 

বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা (বিএসবির) তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল পৃথক অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে ভারতীয় ৮৪ বোতল মদ এবং ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ি জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য ১,২৬, ০০০/- এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আটককৃত গাড়ির মূল্য ৭০,০০০/- সত্তর হাজার টাকা সর্বোমোট ১,৯৬,০০০/ এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ময়মনসিংহ ৩৯ বিজিবির বারমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমানব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *