শাহজালাল সরকার
“““““““““““““
আজকে এটা, কালকে ওটা
হরেক রোগে টালমাটাল,
ক্লান্তির জ্বালায় শান্তি পায় না
মোর গেরামের নন্দলাল।
একে তো তার শরীর খারাপ
আছে আবার মনের রোগ,
উভয় ব্যধির টানাটানির
গ্যাড়াকলে বইছে শোক।
যেইনা সারে আমাশা রোগ
অমনি আবার জ্বর আসে,
জ্বরের পরেই মাথা ব্যথা
সর্দিতে তার নাক ভাসে।
শারীরিকের পাশাপাশি
মনকে জ্বালায় হরেক রোগ,
ডিপ্রেশন ও এনজাইটিতে
দিনে দিনে বাড়ছে শোক।
একটা দিনও রোগ ছাড়া ভাই
কাটেনা তার আরামে,
একের পরে আরেক ব্যধি
লেগেই আছে কাঠামে।
মনের দুঃখে নন্দলাল তাই
ডায়েরী একটা ক্রয় করে,
লিখে রাখে ডায়েরীতে সে
দৈনন্দিনের রোজ ধরে।
বছর শেষে ডায়েরী দেখে
হতবাক হয় নন্দলাল,
পুরো সালের একটা দিনও
পায় না খুঁজে সুস্থকাল।