
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণে শহরাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে। তবে হ্যনান, হুবেই ও অন্যান্য প্রদেশে বৃষ্টির তীব্রতা কমে আসার সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্তৃপক্ষ মাটি ও কাদামাটি পরিষ্কার এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু করেছে।
দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কাউন্টিগুলোয় টানা ভারী বৃষ্টিতে নিচু শহরাঞ্চল প্লাবিত হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্বিতীয় স্তরের বন্যা নিয়ন্ত্রণ জরুরি সাড়া কার্যক্রম চালু করা হয়।
পানি নামার পর, সড়ক মেরামত ও কাদা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবক দল গঠন করে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে সহায়তা করছেন।
মধ্য হ্যনান প্রদেশের থাইপিং শহরে হঠাৎ বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। মঙ্গলবার শহরের কিছু অংশে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামতের জন্য দল পাঠায় এবং অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে মঙ্গলবার ৭৩.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। চিনপু নিউ এরিয়ায় হাঁটুপানি জমে গেলে ড্রেনেজ কর্মীরা পানি নিষ্কাশনের যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেন।
সূত্র: সিএমজি