Friday, July 4
Shadow

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ত ডি ওয়েভার মঙ্গলবার ব্রাসেলসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে ডি ওয়েভার বলেন, বেলজিয়াম ও চীনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, যা ইইউ-চীন সহযোগিতায় ‘গেটওয়ে’র ভূমিকা পালন করছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষেরই উচিত পারস্পরিক বিনিময় জোরদার করে আস্থা বাড়ানো। বেলজিয়াম বহুপাক্ষিকতায় বিশ্বাসী, ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসনকে সমর্থন করে এবং চীন-ইইউ নেতাদের আসন্ন বৈঠক থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করে।

ওয়াং ই বলেন, চীন বেলজিয়ামের নতুন সরকারের চীন-সম্পর্কিত বাস্তবমুখী নীতিকে প্রশংসা করে এবং দ্বিপক্ষীয় বন্ধুত্বকে এগিয়ে নিতে আগ্রহী।

বেলজিয়ামের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ করতেও স্বাগত জানান ওয়াং। তিনি বলেন,  বেলজিয়ামের কাছ থেকেও চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য, নিরাপদ ও পূর্বানুমানযোগ্য বিনিয়োগ পরিবেশ প্রত্যাশা করে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *