মাসুদুর রহমান, দিনাজপুরঃ আজ ২৭ জুন ২০২৫ শুক্রবার দুপর ২:৩০ ঘটিকার সময় দিনাজপুর রায়সাহেববাড়ী থেকে এই রথযাত্রাটি শুরু হয়। এটি দিনাজপুর শহরের মডার্ন মোড়, সাধনা মোড়, বালুবাড়ী, বড়বন্দর, চুরিপট্টি, চারুবাবুর মোড় দিয়ে রায়সাহেব বাড়ী মন্দিরে এসে শেষ হয়।এই রথযাত্রাটি উদ্ভোধন করেন দিনাজপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনি ভক্তদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন।
উক্ত রথযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, সদস্য মনোজ দাস, সুব্রত মজুমদার ডলার, তপন চৌধুরী ও অন্যান্য আরও অনেক ভক্তগণেরা।