Wednesday, March 12

ন্য চা এখন সবখানে

২০২৫ সালের বসন্ত উৎসবে মুক্তির পর থেকেই চীনা অ্যানিমেটেড ফিল্ম ‘ন্য চা ২’ দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসের রেকর্ড গড়ার পাশাপাশি সিনেমাটির মূল চরিত্র ন্য চাকে ঘিরে নানা পণ্যের চাহিদাও আকাশচুম্বী।

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিনেমাটির আয় প্রায় ২০০ কোটি ডলার ছুঁয়েছে। যা বিশ্বের সর্বোচ্চ আয় করা সিনেমার মধ্যে সপ্তম স্থানে এনেছে ন্য চা-২‘কে।

চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম তাওবাও-এর তথ্য অনুযায়ী, ‘ন্য চা ২’-এর অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি ইতোমধ্যে ৫ কোটি ইউয়ান ছাড়িয়েছে। ভক্তদের জন্য পণ্যের তালিকাও বেশ বড়—ন্য চা’র থিমে পাওয়া যাচ্ছে ব্লাইন্ড বক্স, পানির বোতল, ট্রেডিং কার্ড, প্লাশ টয়, পিভিসি ফিগার, ফিল্ম স্ট্রিপ কার্ড, রেফ্রিজারেটর ম্যাগনেট, ব্যাজ ও স্টিকার।

বিশেষত পপ মার্টের ‘ন্য চা ২’ ব্লাইন্ড বক্স সিরিজ মাত্র আট দিনে ১ কোটি ইউয়ান বিক্রি করেছে, আর কার্ডইউ-এর ট্রেডিং কার্ড সিরিজ এক সপ্তাহে ৭ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

ট্রেন্ডি স্টোর ও ফিজিক্যাল শপগুলোতেও ‘ন্য চা ২’ সম্পর্কিত পণ্যের চাহিদা তুঙ্গে।

এই সাফল্য প্রমাণ করছে, চীনের নিজস্ব অ্যানিমেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি-এর বাণিজ্যিক সম্ভাবনাও এখন বিশ্বমানের।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *