Monday, July 14
Shadow

ইরানে নিহত বেড়ে ২২৪, ৯০ শতাংশেরও বেশি বেসামরিক

ইসরাইলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। গত শুক্রবার থেকে রোববার (১৩-১৫ জুন) পর্যন্ত এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ২৭৭ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি ছিলেন বেসামরিক নাগরিক। এর মধ্যে সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান এবং দেশটির সামরিক বাহিনীর দুই জেনারেলও হামলায় নিহত হয়েছেন।

ইসরাইল প্রথম হামলা চালায় শুক্রবার ভোরে। রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ধাপে এই আক্রমণ চালানো হয়। এতে ইরানের সেনাপ্রধান, রেভল্যুশনারি গার্ডের প্রধান এবং এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু ঘটে। পাশাপাশি বেশ কিছু কৌশলগত স্থাপনাও ধ্বংস হয়।

এই হামলার পর ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। ফলে দুই দেশের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *