Wednesday, May 28
Shadow

ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা কেন্দুয়ার দুই শিক্ষার্থী 

আশরাফ গোলাপ, নেত্রকোনা : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ ভারসাম্য দৌড় (বালক ও বালিকা) প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে নেত্রকোনার কেন্দুয়ার দুই শিক্ষার্থী তনিম ও নওরীন। 

মুটোফোনে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের 

উপ প্রধান তথ্য অফিসার মো.জাহাঙ্গীর আলম খান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ ভারসাম্য দৌড়ে (বালক-বালিকা)নেত্রকোনার কেন্দুয়ার দুই জন শিক্ষার্থী ১ম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে তনিম ইকবাল উপজেলার মাসকা ইউনিয়নের কিত্তনখলা গ্রামের শাহ আলমের ছেলে ও নওরিন আক্তার একই ইউনিয়নের দুলাইন গ্রামের আব্দুল্লাহর মেয়ে।

তারা দুজনেই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

শনিবার (২৪ মে) সকাল ১০ টায় ঢাকার মোহাম্মদপুর সরকারি শারিরীক শিক্ষা কলেজ খেলার মাঠে  প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা/২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা প্রত্যেক বিভাগ থেকে প্রতি ইভেন্টে একজন করে প্রতিযোগী অংশ গ্রহন করে থাকে। 

খেলা শেষে প্রাথমিক শিক্ষা পদক/২০২৫ এ পুরষ্কার ও আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো.মাসুদ রানা উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে সেরাদের হাতে গোল্ড মেডেল তুলে দেন। 

এছাড়াও সার্টিফিকেটসহ প্রাইজমানি জাতীয় শিক্ষা সপ্তাহে দেওয়া হবে বলে জানা যায়। 

বিজয়ীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা জাতীয় পর্যায়ে সেরা হয়েছি। স্যারদের সঠিক তত্ত্বাবধানে নিয়মিত প্র্যাকটিস করেই আমরা জাতীয় পর্যায়ে সেরা হতে পেরছি। এজন্য স্যারদেরকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে পড়াশোনাসহ সহশিক্ষা কার্যক্রমে যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারি, সেজন্য সকলের কাছে এই দোয়া প্রার্থনা করেন তারা। 

দুলাইল আব্দুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুুল ইসলাম জানান, তারা প্রায় সব খেলায় পারদর্শী। লেখাপড়ায়ও তারা বেশ ভালো। ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্ববোধ করছি। পাশাপাশি পড়াশোনায় যাতে তারা ভাল করতে পারে  সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।  

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন বলেন, এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় বরাবরই ভালো। তারা প্রতিবছরই যেকোনো ইভেন্টে খেলাধুলায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পুরষ্কার চিনিয়ে আনে। এবারও তারা ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে। এজন্য আমিসহ কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার তাদের জন্য গর্বিত। দেয়া করি ভবিষ্যতে লেখাপড়াসহ সহ শিক্ষা কার্যক্রমে আরো ভাল করুক পাশাপাশি আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 

জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দুয়ার দুই জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সেরা হওয়ায় নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগ গর্বিত। আমি ইতোমধ্যে নেত্রকোনা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এবিয়য়টি অবগত করাচ্ছি এজন্যে যে, আগামীতে অন্যান্য প্রতিষ্ঠানও এবিষয়ে অনুপ্রাণিত হয়। আমি জেলা শিক্ষা অফিসে পক্ষ থেকে খেলাধুলাসহ পড়াশোনায় তাদের সফলতা কামনা করছি। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জাপানে সরকারি ট্রেনিং-এ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *