Monday, May 19
Shadow

হাঁটুর উপর কাপড় উঠলে ওযু নষ্ট হয় কি?

উত্তরঃ আমাদের সমাজের অনেকের ধারণা যে হাটুর উপর কাপড় উঠলে বা ফরজ তরক তথা সতর প্রকাশিত হলে অজু ভঙ্গ হয়ে যায়। এরূপ ধারণা কি সঠিক? বিভিন্ন ইসলামিক স্কলারগণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, সতর প্রকাশিত হওয়া বা না হওয়ার সাথে অজুর কোন সম্পর্ক নেই সতর প্রকাশ করলে বা কাউকে ইচ্ছাকৃত দেখালে এর জন্য অজু নষ্ট হবে এমনটিও নয়। আরো একটু চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয় তা হলো অজু ভঙ্গের যতগুলো কারণ আমরা হাদিস বা ফিকহের গ্রন্থসমূহে  দেখতে পাই সেখানে ‘সতর খুললে অজু নষ্ট হবে’ বিষয়টি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *