Monday, May 19
Shadow

২০২৮ অলিম্পিককে ঘিরে লস অ্যাঞ্জেলেসে আকাশে ট্যাক্সি

লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত ট্রাফিক এড়িয়ে ২০২৮ সালের অলিম্পিক গেমসের সময় আকাশপথে যাতায়াতের সুযোগ পেতে পারেন দর্শকরা। এই উদ্যোগ বাস্তবায়নে আর্চার এভিয়েশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে এলএ২৮ কমিটি, যারা লস অ্যাঞ্জেলেসের তৃতীয় গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্বে রয়েছে।

আর্চার এভিয়েশনের আকাশপথ যাতায়াত পরিকল্পনা
আর্চার এভিয়েশন জানিয়েছে, অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের সময় আকাশপথে যাত্রী পরিবহনের জন্য একটি এয়ার ট্যাক্সি বহর ব্যবহার করা হবে। তবে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে এখনও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এর অনুমোদন পেতে হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অ্যাডাম গোল্ডস্টেইন জানিয়েছেন, তারা এই বছরেই FAA-এর টাইপ সার্টিফিকেশন পেতে আশাবাদী।

দশ থেকে বিশ মিনিটে ভ্রমণ, ভাড়াও সাশ্রয়ী হবে
প্রত্যাশা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে আকাশ ট্যাক্সিগুলো সার্টিফিকেশন পেলে, তা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে অলিম্পিক ভেন্যুগুলোতে দর্শকদের পৌঁছে দিতে পারবে। এর ভাড়া একটি উচ্চমানের উবার ট্যাক্সির সমান রাখা হবে বলে জানান অ্যাডাম গোল্ডস্টেইন।

ইভিটল প্রযুক্তির আকাশ ট্যাক্সি
আর্চার এভিয়েশনের এই আকাশ ট্যাক্সিগুলো মূলত “eVTOL” প্রযুক্তির অন্তর্ভুক্ত, যার পূর্ণরূপ হলো “Electric Vertical Take-off and Landing”। এগুলো উল্লম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম। মডেলটির নাম ‘মিডনাইট’, যা ১২টি ইঞ্জিন ও প্রপেলারের মাধ্যমে কম শব্দ ও কম কার্বন নির্গমনের সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে। আর্চারের এই প্রকল্পকে সহায়তা করছে বোয়িং এবং ইউনাইটেড এয়ারলাইন্স।

২০২৮ অলিম্পিকে পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা
আর্চার এভিয়েশন বিশ্বাস করে, ২০২৮ সালের অলিম্পিক গেমস আকাশ ট্যাক্সি পরিষেবার বিশ্বব্যাপী একটি সফল উদাহরণ তৈরি করবে। কোম্পানির প্রতিষ্ঠাতা গোল্ডস্টেইন বলেছেন, “আমরা লস অ্যাঞ্জেলেসে যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই, যা ভবিষ্যতের পরিবহন খাতকে নতুন আঙ্গিকে গড়ে তুলবে।”

এরই মধ্যে যুক্তরাজ্য সরকার ২০২৪ সালে ‘ফিউচার অব ফ্লাইট’ অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছে, যেখানে ২০২৬ সালের মধ্যেই আকাশ ট্যাক্সি উড্ডয়নের সম্ভাবনার কথা বলা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস এর আগেও ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক গেমসের আয়োজন করেছিল। তবে ২০২৮ সালের আসরে শহরটি ‘কার-ফ্রি অলিম্পিক’ ঘোষণা করেছে, যেখানে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অনুমতি থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *