
নান্দাইল(ময়মনসিংহ):- ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের খলাপাড়া গ্রামের নিরীহ পরিবার রাখতন মিয়ার বাড়ীতে শনিবার (১০ মে)পূর্ব শত্রুতার আক্রোশে, একই গ্রামের প্রতিবেশী কামরুল ইসলাম,সেলিম রানা,হাবিব মিয়া ও আব্দুল হাই সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে রাখতন মিয়া, ফাতেমা খাতুন ও খালেদা খাতুনের বসত ঘরের টিনের বেড়া ভাংচুর করে বিভিন্ন ঘরে রক্ষিত নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়।এ ব্যাপারে নির্যাতিত রাখতন মিয়ার স্ত্রী মাসুদা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে থানা সূত্রে জানা গেছে।এদিকে নিরীহ পরিবারের পক্ষ থেকে থানায় দায়েরকৃত অভিযোগকারী মাসুদা আক্তার জানান অভিযুক্তরা বর্তমানে তাদের জানমালের ক্ষতিকরা সহ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে।এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।