Thursday, May 8
Shadow

শাল্লায় প্রকল্পের কাজে সন্তুষ্ট নয় অতিরিক্ত সচিব

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ :সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উন্নয়ন প্রকল্পের আওতায় মুক্তারপুর ব্রীজ হতে শাল্লা ব্রীজ পর্যন্ত তিনটি প্যাকেজে ৫৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।  দরপত্রের মাধ্যমে কাজটি পায় নিয়াজ ট্রেডার্স ও ননা ট্রেডার্স।   

 এই দুটি ঠিকাদারী প্রতিষ্টান।

কাজের শুরু থেকে নানা অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা এই উন্নয়ন প্রকল্পটি পরিদর্শনে আসেন। শনিবার(৩ মে) বেলা ১২ টায় এই প্রকল্পটি পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, প্রকল্পে যেভাবে কাজ হচ্ছে তাতে সন্তুষ্ট নয়। খুবই ধীরগতিতে কাজ চলছে। এভাবে কাজ চললে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়। এখানে ঠিকাদারের গাফিলতি রয়েছে যার ফলেই প্রকল্পের কাজে নাজেহাল অবস্থা। সংশ্লিষ্ট ঠিকাদার নানা অজুহাত দেখিয়ে প্রকল্পের কাজ ধীরগতিতে চালাচ্ছে। এভাবে কাজ চললে মেনে নেয়া যাবে না। তাই আগামী দুয়েকদিনের মধ্যে শ্রমিক বাড়িয়ে কাজের মান আরো ভাল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে দিয়ে যাচ্ছি। আর প্রতিদিন আমাকে এই কাজের ভিডিও পাঠানোর জন্য বলা হয়েছে। তবে প্রকল্পে ঠিকাদার কোনো দুর্নীতি করেনি বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রিপন আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *