Thursday, May 8
Shadow

খুলনায় স্বাস্থ্য সচেতনতায় ‘হেলদি মেলা’ আর ম্যারাথন


খুলনা প্রতিনিধি
খুলনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘হেলদি সিটি মেলা’। শনিবার (৩ মে) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে এই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘স্বাস্থ্যবান ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে প্রথমে আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। নগরবাসীকে আরও বেশি স্বাস্থ্য সচেতন করতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।’
 
এর আগে ম্যারাথন রান উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা-পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার একশত ৫০জন অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি এবং খুলনা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে মেলাটি আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *