Thursday, May 8
Shadow

১৪ বলে ৫৩ : দ্রুততম ফিফটিতে রাহুল-কামিন্সের পাশে শেফার্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার রোমারিও শেফার্ড আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে নিজের প্রথম আইপিএল ফিফটি পূর্ণ করেন এই ক্যারিবিয়ান তারকা।

শনিবার রাতে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের ১৮তম ওভারে ১৫৭/৫ অবস্থায় ক্রিজে নামেন শেফার্ড। এরপরই শুরু হয় তাণ্ডব! বিশেষ করে খালিল আহমেদ ছিলেন তার রোষানলে।

ইনিংসের ১৯তম ওভারে খালিলের এক ওভার থেকে ৩৩ রান নেন শেফার্ড, যা চলতি আইপিএল ২০২৫-এর সবচেয়ে ব্যয়বহুল ওভার এবং আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড।  পরের ওভারে ১৪ বলেই নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। বেঙ্গালুরো শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২১৩ রান।

শেফার্ডের এই বিধ্বংসী ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার।

১৪ বলে ফিফটি করে তিনি কেএল রাহুল (২০১৮) ও প্যাট কামিন্সের (২০২২) সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের মালিক বনে যান।  তার ওপরে আছেন কেবল যশস্বী জয়সওয়াল, ২০২৩ সালে কেকেআরের বিপক্ষে ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রাজস্থানের এই ব্যাটার। 

আইপিএলের দ্রুততম ফিফটি (বলের হিসাবে):

১৩ বল –যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস) বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২৩

১৪ বল –কেএল রাহুল (পাঞ্চাব কিংস) বনাম দিল্লি ক্যাপিটালস, ২০১৮

১৪ বল –প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স) বনাম মুম্বাই ইন্ডিয়ানস, ২০২২

১৪ বল –রোমারিও শেফার্ড (র‌য়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) বনাম চেন্নাই সুপার কিংস, ২০২৫

এর আগে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি করেন ৬৬ রান এবং ওপেনার জ্যাকব বেথেল খেলেন ৫৫ রানের ঝলমলে ইনিংস। জবাবে চেন্নাইয়ের পক্ষে আয়ুষ মাহাত্রে (৯৪) ও রবীন্দ্র জাদেজা (৭৭*) করেন, তবে শেষ পর্যন্ত জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ২ রানে হেরে যায় চেন্নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *