Thursday, May 8
Shadow

লাকসামে শ্রমিক সমাবেশে ড. সরওয়ার সিদ্দিকীইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হবে



সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, এদেশে এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। শ্রমিকদের কর্মঘন্টা নিশ্চিত হয়নি। হয়নি ন্যায্য মজুরি নিশ্চিত। এখনো শ্রমিকদের ওপর জুলুুম-নির্যাতন চলে। এদেশে শ্রম আদালত আছে। রয়েছে শ্রমিকদের জন্য শ্রম আইন। কিন্তু কার্যত সঠিক বাস্তবায়ন নেই। কারণ রাষ্ট্রীয় ভাবে  ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র ও আইন বাস্তবায়ন হলে সকল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা হবে। সেজন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (১মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী শেষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী এসব কথা বলেন।
ড. সরওয়ার সিদ্দিকী বলেন, আজ থেকে সাড়ে ১৪শত বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। অথচ এক্ষেত্রে অধিকাংশ মালিকপক্ষ উদাসীন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে এবং আখেরাতের কল্যাণে কাজ করছে।

তিনি আরো বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা শাখার সভাপতি মাষ্টার এ কে এম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈনুদ্দিনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, লাকসাম উপজেলা সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

এদিন সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, নানাহ ধরনের ফেস্টুন সংবলিত বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। লাকসাম পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে লাকসাম পৌর শহরের ব্যাংক রোড চত্বরে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *