
ইসমাইল ইমন (চট্টগ্রাম) ও মোশতাক আহমেদ (ঝালকাঠি) : দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। একইদিন বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম জেলা পাঠক মেলা।
চট্টগ্রামের মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর একাত্তর টেলিভিশন ও মেঘনা গ্রুপের কব্জায় থাকা সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট এএসএম বদরুল আনোয়ার বলেন, “মাহমুদুর রহমান সংবাদপত্রের স্বাধীনতার মূর্ত প্রতীক। তাঁর বিরুদ্ধে ফ্যাসিবাদ আমলে ৬৪টি জেলায় মামলা করা হয়েছিল, তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছিল।”
প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেন, “মাহমুদুর রহমানের বিপ্লবী ভূমিকা শেখ হাসিনা সরকারের পতনের পথ তৈরি করেছিল। অবিলম্বে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
আরও বক্তব্য রাখেন সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, এনামুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী এডভোকেট জিয়া আহসান হাবীব, সাংবাদিক শাহনেওয়াজ, প্রকৌশলী দুলাল হোসেন প্রমুখ।
অন্যদিকে, কাঠালিয়ার মানববন্ধনে বক্তারা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টেলিভিশনের মালিক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ জেলা প্রতিনিধি মো. শফিউল আজম টুটুল, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসি সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মো. শান্ত, আমার দেশ রাজাপুর প্রতিনিধি মো. বুলবুল আহমেদ, ডেইলি নিউজ বাংলা ২৪ এর প্রতিনিধি কেএম ইসলামসহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ছাত্রনেতা এবং জনপ্রতিনিধিরা।
উভয় মানববন্ধনে বক্তারা একসুরে বলেন, মাহমুদুর রহমান বাংলাদেশের সাহসী সাংবাদিকতার প্রতীক। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।