
জেলা পর্যায়ে অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াডে অংশ নেওয়া ন্যাশনাল গার্লস মাদ্রাসার চার শিক্ষার্থীর মধ্যে দুই জন জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন মাহনূর বিনতে জামাল (অষ্টম শ্রেণি) ও তাসনিম বিনতে জামাল (নবম শ্রেণি)।
শুধু ইংলিশ অলিম্পিয়াডেই নয়, ২০২৪ সালে ন্যাশনাল গার্লস মাদ্রাসার শিক্ষার্থীরা আরও বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন করেছে। ফেনী জেলায় অনুষ্ঠিত ‘আলোকিত ফেনী’ শিক্ষা বৃত্তি, প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বৃত্তি, ম্যাথ ফেস্টিভ্যাল ও নাহার কল্যাণ ট্রাস্টের রচনা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৫ জন শিক্ষার্থী মিলে মোট ১০টি বৃত্তি লাভ করেছে।
প্রতিষ্ঠার মাত্র দ্বিতীয় বছরে এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
প্রতিষ্ঠান প্রধান বলেন, “ছোট পরিসরে যাত্রা শুরু করেও আমরা দেখিয়ে দিয়েছি, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে শিক্ষার্থীরা সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। আমাদের লক্ষ্য, ছাত্রীরা যুগোপযোগী শিক্ষায় আলোকিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”
এক অভিভাবক আবেগভরা কণ্ঠে বলেন, “আমরা সন্তুষ্ট যে আমাদের সন্তানরা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, সাধারণ শিক্ষাতেও নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। ন্যাশনাল গার্লস মাদ্রাসার প্রতি আমাদের আস্থা আরও বেড়ে গেল।”
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের উন্নতির ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।