
চীন এখন ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক রূপ দেওয়ার অংশ হিসেবে উচ্চমানের যন্ত্রপাতি তৈরির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে শিল্প খাতের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় দেশটি।
চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে অবস্থিত জেনারটেক শেনিয়াং মেশিন টুল হলো দেশের সবচেয়ে বড় কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন উৎপাদন কেন্দ্র। এখানে ১৪টি বুদ্ধিমান মেশিন দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি উদ্ভাবনে জোর দিয়েছে, নানা প্রযুক্তিগত সমস্যা সমাধান করেছে এবং উৎপাদন প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তরে কাজ করেছে।
কৌশল ও অপারেশন বিভাগ, জেনারটেক শেনিয়াং মেশিন টুলের কৌশল ও অপারেশন বিভাগের প্রধান তং লিংইউন জানান, ‘আমাদের সব প্রোডাকশন লাইন এখন স্বয়ংক্রিয়। এতে উৎপাদনশীলতা ৫০ শতাংশ বেড়েছে।’
প্রযুক্তিগত উন্নতির ফলে শুধু উৎপাদন বাড়েনি, তৈরি হচ্ছে আরও মানসম্পন্ন পণ্যও।
চীনের রপ্তানি পণ্যের বড় অংশ এখন ইলেকট্রোমেকানিক্যাল পণ্য। এর মধ্যে উচ্চমানের যন্ত্রপাতির অংশ দ্রুতগতিতে বাড়ছে।
চীনা ম্যাক্রোইকনমিক রিসার্চ একাডেমির অর্থনীতি গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক কুও লিয়ান জানান, ‘উচ্চমানের যন্ত্রপাতি তৈরি আমাদের শিল্প অর্থনীতিকে শক্ত ভিত্তি দেয়। বিদেশেও এর গ্রহণযোগ্যতা ও সুনাম রয়েছে।’
শুধু বিদেশ নয়, দেশীয় বাজারেও এই পণ্যের চাহিদা বাড়ছে। কারণ, চীন এখন বড় আকারে যন্ত্রপাতি বদল ও ভোক্তা পণ্য বদল কর্মসূচি চালু করেছে।
গত এক বছরে এই উদ্যোগের ফলে হোম অ্যাপ্লায়েন্স বাজারে গতি এসেছে। বিশেষ করে স্মার্ট পণ্যের চাহিদা বেশি বেড়েছে। ২০২৪ সালে রঙিন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও কিচেন অ্যাপ্লায়েন্সে বুদ্ধিমান ডিভাইসের বিক্রি ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।
কুও লিয়ান আরও জানালেন, ‘যন্ত্রপাতি ও ভোক্তা পণ্যের বদল কর্মসূচি শুধু এখন নয়, ভবিষ্যতের জন্যও লাভজনক। এটি আমাদের শিল্প খাতকে আরও মজবুত করে তোলে এবং দেশীয় বাজারকে শক্তিশালী করে। ফলে আমরা বাইরের যেকোনো অনিশ্চয়তা নিজের শক্তি দিয়েই সামাল দিতে পারি।’
সূত্র: সিএমজি