
ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনী গুলিবর্ষণের মাধ্যমে এর পাল্টা জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) এনডিটিভি এই তথ্য জানায়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী গুলিবর্ষণের মাধ্যমে এর পাল্টা জবাব দিয়েছে।কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই দুই প্রতিবেশী দেশের মধ্যে গোলাগুলির ঘটনায় উত্তেজনা আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। হামলায় ইসলামাবাদের মদদ আছে অভিযোগ তুলে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে ভারতের নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে, গোলাগুলির ঘটনা ঘটেছে।