Saturday, April 26
Shadow

বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

মোঃ জসীম উদ্দিন , বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ২০২৪-২৫ অর্থবছরে  কৃষি প্রণোদনার কর্মসূচির  আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ প্রমূখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুই হাজার একশত জন কৃষকের মাঝে এ কার্যক্রম সম্পন্ন করা হবে এবং প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার  বিনামূল্যে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *