
উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মানববাহী মহাকাশ মিশন শেনচৌ-২০ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই অভিযানে অংশ নিচ্ছেন চীনের তিন মহাকাশচারী ছেন তং, ছেন চংরুই এবং ওয়াং চিয়ে।
নভোচারীরা চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থানকালীন নানা পরীক্ষা চালাবেন—এর মধ্যে রয়েছে জেব্রাফিশ, প্লানারিয়ান এবং স্ট্রেপ্টোমাইসিস সংক্রান্ত গবেষণা। এ ছাড়া তারা মহাকাশে জীববিজ্ঞান, ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পদার্থবিজ্ঞান এবং নতুন মহাকাশ প্রযুক্তি বিষয়ক মোট ৫৯টি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত প্রদর্শনী সম্পন্ন করবেন।
সূত্র: সিএমজি বাংলা