Saturday, April 26
Shadow

কোপা ইতালিয়া’র সেমিফাইনালে মুখোমুখি ইন্টার মিলান এবং এসি মিলান

আজ রাত একটায় শতবর্ষী ফুটবল টুর্নামেন্ট কোপা ইতালিয়া’র সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান। দুই দলের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।ইতালিয়ান লিগ সিরিএ’তে দু’দলের মুখোমুখি হওয়া শেষ ম্যাচটি এক এক গোলে ড্র হলেও, ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলান- ইন্টারকে ২-১ গোলে পরাজিত করেছিল। কিন্তু এই মৌসুমে দলের পারফরমেন্সের বিচারে আজকের ম্যাচের ফেভারিট দল ইন্টার মিলান। দলটি ইতালিয়ান লিগ সিরি-য়ার শীর্ষ স্থানে অবস্থান করছে, এবং ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে দাপটের সঙ্গে। অন্যদিকে এসি মিলানের অবস্থা তেমন একটা ভালো নয়। শেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটিতে জয়লাভ করেছে, দুইটিতে হেরেছে, দুইটি ড্র হয়েছে। ইন্টার মিলান শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে, দুইটি ড্র হয়েছে, বাকি একটিতে অপ্রত্যাশিত ভাবে পরাজয় বরণ করেছে। ইতালিয়ান লিগ সিরিএ’র টেবিল দেখলেও দু দলের অবস্থান স্পষ্ট হয়ে যায়। ইন্টার মিলান যেখানে শীর্ষ অবস্থান করছে, সেখানে টেবিলের ৯ নাম্বারে অবস্থান করছে তাদেরই প্রতিদ্বন্দ্বী এবং একই শহরের ক্লাব এসি মিলান।

কোপা ইতালিয়া ১৯২১ সালে প্রথম মাঠে গড়ায়। অনেক চড়াই-উৎরায় পেরিয়ে আজ ১০৪ বছরে পা রেখছে এই টুর্নামেন্ট। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জুভেন্টাস। তারা মোট ১৫বার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইন্টার মিলান এবং এএস রোমা। এসি মিলান এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এসি মিলান সর্বশেষ ২০০২-৩ মৌসুমে তাদের কোপা ইতালিয়া’র শেষ ট্রফিটি জয়লাভ করেছিল। এই টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন দল জুভেন্টাস। ২০২২-২৩ মৌসুমে ইন্টার মিলান তাদের নবম শিরোপা টি জয়লাভ করেছিল।
খেলাটি রাত একটায় ইন্টার মিলনের ঘরের মাঠ সান-সিরোতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *