Saturday, April 26
Shadow

শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে দীর্ঘদিন যাবৎ নষ্ট হওয়া রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ ২১এপ্রিল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালুঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি হয়ে গেছে। অনেক জনপ্রতিনিধি শুধু আশ্বাসের বাণী শুনালেও মিলেনি রাস্তার কাজ। বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এছাড়াও এলাকাটি কৃষি প্রধান হওয়ায় উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *