
মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে ২১/০৪/২০২৫ইং তারিখ বেলা ১১:৩০ ঘটিকার সময় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন দিনাজপুরের সর্বস্তরের জনগণ। তাদের একটাই দাবি দিনাজপুরে যেন চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়। এ হাসপাতাল হলে দিনাজপুরে হত-দরিদ্র জনগণ স্বল্প খরচে বিশ্বমানের সেবা পাবেন। তাদেরকে আর ঢাকা ও সূদুরও বিদেশে যেয়ে এত অর্থ খরচ করে চিকিৎসা করার সামর্থ্য তাদের নেই। তাই তাদের একটাই দাবি দিনাজপুরে চীনের অর্থায়নে হাসপাতালে তৈরি কর, করতে হবে।

উক্ত স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্টেট নুর ই আলম সিদ্দিকী। স্মারকলিপি প্রদান করেন দিনাজপুর পৌরসভার তিনবারের সাবোক মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন মোকারম হোসেন সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপি, মুরাদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি, আমিনুল ইসলাম মুন্না সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর ও দিনাজপুর শহর জামাতের আমীর সিরাজুস সালেহীন এবং দিনাজপুর সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা।